শুরুর গল্প
খাবার দাবার সব্বার প্রিয়। অনেকেই তো খেয়ে আর খাইয়ে সর্বস্বান্ত হয়েছেন যুগে-যুগে। তবে তারপরও এখনও জিভে জল আনা খাবার দেখলে ভোজন রসিকরা হামলে পড়েন। কব্জি ডোবান সব ভুলে। কেউ আবার খাওয়াতে ভালবাসেন দেদার, তাই নিজের 'ব্রেড অ্যান্ড বাটার'এর জন্য তাঁরা চালান নানা রকমের খাওয়ার দোকান।
গোটা বরাকে তো রেস্তোরাঁ, হোটেল,ধাবা, হোম সার্ভিস নেহাত কম নয়! তাদের হাল হকিকত, তাদের জিভে জল আনা বেস্ট রেসিপির সুলুক সন্ধানে নামছে'#হেঁশেল'। এই ফুড ব্লগে চোখ রাখলে পাবেন এন্তার খাবার আর এর ঠিকানার সন্ধান। পাঠাতে পারবেন নিজের সেরা রেসিপিও, যা যত্ন করে ছাপা হবে 'হেঁশেল'এ।
ভাল থাকুন, খেতে থাকুন।
ডেস্ক- বিশ্বরাজ ভট্টাচার্য, দেবারতি ভট্টাচার্য
মুঠোফোন- ৯৪৩৫৬১৫২৫৯
Comments
Post a Comment